বিএনপি নেতাদের করোনার চতুর্থ ডোজ নেয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৬ এএম, ১৩ই জানুয়ারী ২০২৩


বিএনপি নেতাদের করোনার চতুর্থ ডোজ নেয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

আন্দোলনের পাশাপাশি বিএনপি নেতাদের করোনা টিকার চতুর্থ ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।


তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি নষ্ট করতে দেয়া হবে না। বিএনপির সব কর্মসূচিতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। 


মন্ত্রী বলেন, আপনারা জানেন বিএনপির আগের সব আন্দোলন জগাখিচুরির মতো হয়ে গেছে। তারা আন্দোলনে দেশের শান্তি নষ্ট হয়। কিন্তু আমরা দেশের শান্তি নষ্ট হতে দিবোনা। 


তিনি বলেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলার চিন্তা না করে নির্বাচনে আসুন। আমরাও দেখবো। তত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।