চুয়াডঙ্গায় ৩৮ হাজার ডলারসহ মেহেরপুরের একজন আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩


চুয়াডঙ্গায় ৩৮ হাজার ডলারসহ মেহেরপুরের একজন আটক
রুবেল

চুয়াডাঙ্গায় ৬ বিজিবি চোরাচালান বিরোধী  অভিযান চালিয়ে ৩৮ হাজার ডলারসহ মেহেরপুরের রুবেলকে আটক করেছে। 


জানা গেছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি' র পরিচালক পিএসসি  শাহ মোঃ ইশতিয়াকের নেতৃত্বে অভিযান চালায় বুড়িপোতা সীমান্তে।


এ সময় বুড়িপোতা সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার  তৌহিদুজ্জামান এর নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ  অভিযান চালায়। বুড়িপোতা  সীমান্ত পথ দিয়ে একজন অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেলে একটি ব্যাগ বহন করে ভারতের দিকে গমণ করছে। 


বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি মোটর সাইকেলযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে আটক করে।তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাসী করে ৩৮ হাজার ডলার উদ্ধার করে।


এ ডলালের মৃল্য বাংলা টাকা প্রায় ১৭ লক্ষ টাকা ও ১ টি মোটরসাইকেল আটক করে যার সর্বমোট মৃল্য  আটান্ন লক্ষ ছেষট্টি হাজার) টাকা। আটককৃত রুবেল (৩৭) মেহেরপুর জেলার গোভীপুর খালপাড়ার চাঁদ আলীর ছেলে।এ সব টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছিলো।  বৃহস্পতিবার তাকে চোরাচালানী  মামলায় মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেছে।


আরএক্স/