বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৩


বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা
মহাপরিচালক মো. মিজানুর রহমান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো. মিজানুর রহমান।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও কন্যা উপস্থিত ছিলেন। 


এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মো. মোবিনুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রকৌশলী জালাল, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আশ্রাফুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরান হোসেন, মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফায়জুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহাপরিচালক '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন। পরে তিনি গোপালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়িত ৩ টি প্রকল্প পরিদর্শন করেন।


আরএক্স/