বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ মন্তব্য, যুবক গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ মন্তব্য, যুবক গ্রেফতার
ফাইজুল ইসলাম উরুফে গাড় বেকা

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ মন্তব্য করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম  ফাইজুল ইসলাম উরুফে গাড় বেকা (২৬)। সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। 


শনিবার (১৪জানুয়ারী) রাত সাড়ে ১০টার সময় শ্রীপুর পৌর এলাকার আমান টেক্সটাইল মিলস লিমিটেডের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক আমান টেক্স টাইল মিলের শ্রমিক।


অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৩ জানুয়ারী শুক্রবার  সন্ধ্যা ৬টার সময় গ্রেফতারকৃত যুবক ফাইজুল ইসলাম  তার  মো: ফাইজুল ইসলাম নামীয় ফেসবুক আইডি থেকে  বিশ্ব ইজতেমাকে অবমাননা করে আপত্তিকর পোস্ট দেয়। তার দেয়া পোস্টটি শনিবার দিনবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই আপত্তিকর পোস্টের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। 


এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলার কায়েতপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেরে মো: হাসিবুল হাসান বাদী হয়ে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে ওই যুবককে গ্রেফতার অভিযানে নামে পুলিশ। অভিযোগের প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যেই শ্রীপুর থানার পুলিশ ওই যুবকে গ্রেফতার করতে সক্ষম হন। 


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  মো: মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবককে তাৎক্ষনিক ভাবে গ্রেফতার করা হয়েছে। রাত ১ টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।


আরএক্স/