উপনির্বাচন

প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম
প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের মনোনয়নপ্রত্যাশী হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 


মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।


এর আগে গতকাল (সোমবার) বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী হিরো আলম প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।


এদিকে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন হিরো আলম।