সাদেক হোসেন খোকার একান্ত সচিবের কারাদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৪ পিএম, ১৮ই জানুয়ারী ২০২৩


সাদেক হোসেন খোকার একান্ত সচিবের কারাদণ্ড
সাদেক হোসেন খোকার একান্ত সচিবের কারাদণ্ড

দুদকের মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।


এদিকে আসামি মনিরুলের স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।


জানা গেছে, দুদক মনিরুল ইসলাম খানকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল নিজ ও স্ত্রীর নামীয় সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন তিনি। সম্পদবিবরণী যাচাইকালে দুদক দেখতে পায়, মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলাম এক কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। 


ওই অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক ফারুক আহমেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন।