আওয়ামী লীগ টাকা দিয়ে রাজনীতি করে না: মতিয়া চৌধুরী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৮ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


আওয়ামী লীগ টাকা দিয়ে রাজনীতি করে না: মতিয়া চৌধুরী
লালবাগের শহীদনগরে কম্বল বিতরণ অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী- ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না।


বুধবার (১৮ জানুয়ারি) লালবাগের শহীদনগরে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মতিয়া চৌধুরী বলেন, সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে ও পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়। মা-বোনরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগিতা না করে, তাহলে আমার ভাইয়েরা ও চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবে? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।


তিনি বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে সেটা নয়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনো তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মধ্যে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সবসময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজ এই কম্বল শেখ হাসিনার পক্ষ থেকে উপহার।


জাতীয় সংসদের উপনেতা বলেন, রসুল (সা.) দান-খয়রাতে উৎসাহ করেছেন। একদিকে রসুলে পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী।