শাকের বীজে মরণ ফাঁদে পরিণত চুয়াডাঙ্গার গ্রামীণ সড়কগুলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শাকের বীজে মরণ ফাঁদে পরিণত চুয়াডাঙ্গার গ্রামীণ সড়কগুলো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক গুলো লাল শাকের বীজ দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কৃষকদের শুকাতে দেয়া লাল শাকে অহঃরহ ছোট-বড় দূর্ঘটনা ঘটেই চরেছে। রাস্তা থেকে শাকের বীজ উদ্ধারের দাবিতে দ্রুত  উপজেলা নিবার্হী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপ কামনা করছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়রা। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার মিনাজপুর থেকে কুলতলা গামী প্রায় তিন কিলোমিটার পাকা রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন, সেইসাথে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। সম্প্রতি এক মাস যাবৎ ওই এলাকার বেশ কিছু লাল শাক চাষীরা রাস্তার উপর বীজ শুকানোর ফলে রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। ওই সড়কগুলোতে মোটরসাইকেল দূঘটনায় এক জন নিহত এবং অনেকে গুরুত্বর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুই সপ্তাহ আগে মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একজন যুবক মোটরসাইকেলযোগে কুলতলা গ্রামে যাওয়ার পথে লাল শাকের বীজে পিচলে পড়ে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাস্তায় লাল শাকের বীজ থাকার ফলে স্থানীয় লোকজনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মাসুম, রিপন, হাবিবা জানায়, আগে রাস্তা দিয়ে আমরা সোজাসুজি স্কুলে চলে আসতাম। এখন রাস্তায় শাকের বীজ থাকার কারণে বাইসাইকেল নিয়ে স্কুলে যেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

পথচারী বাপ্পী জানান, প্রতিদিন মিনাজপুর  গ্রামের রাস্তা দিয়ে চলাচল করছি। এখন হঠাৎ করে এক মাস ধরে এলাকার বেশ কিছু কৃষক রাস্তার উপর লাল শাকের বীজ রাখার ফলে মোটরসাইকেল নিয়ে যেতে আমাদের অনেক সমস্য হচ্ছে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই রাস্তা পিচল থাকে আমরা কৃষকদের রাস্তায় শাকের বীজ দিতে নিষেধ করলে কোন কথায় শুনতে চাই না। রাস্তায় বীজ দিলে একদিকে যেমন পথচারীদের সমস্যা হচ্ছে অন্য দিকে সরকারের লক্ষ লক্ষ টাকার রাস্তা নষ্ট হচ্ছে।

জীবননগর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম জনবাণীকে জানান, রাস্তার উপর শাকের বীজ দেওয়ায় পথচারীদের চলাচলে দূর্ভোগের পাশাপাশি রাস্তাটিও নষ্ট হচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দিয়ে বেশ কয়েকবার সর্তক করা হয়েছে, তবে বিষয়টি কেউ তেমন আমলে নেয়নি। আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এসএ/