Logo

দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫০
55Shares
দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি
ছবি: সংগৃহীত

দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে

বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) দুমকি থানায় অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিস্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মো. আবুল বাশার।

অভিযোগ ও সরজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের মেইন গেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৩৪টি সিলিং ফ্যান, ১টি ৭কেভি জেনারেটর, সোলার বিদ্যুতের ৩টি বড় হ্যামকো ব্যাটারি, এবং সোলার বিদ্যুতের একটি মেশিন এবং ভবনের ভিতরে বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, বাউন্ডারী ওয়ালের গেটে তালা লাগানো থাকায় আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে, সোমবার দুমকি থানার পুলিশ উক্ত ভবন পরিদর্শনে এলে দেখা যায়,  ভবনের মেইন গেট সহ প্রতিটি কক্ষের তলা ভাঙ্গা এবং উক্ত মালামাল পাওয়া যাচ্ছেনা।

বিজ্ঞাপন

দুমকি থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি মো. আবুল বাশার মালামাল চুরির ব্যাপারে সমবার (২৩ ডিসেম্বর) দুমকি থানায় একটি জিডি করেছেন।’

এসডি/  

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD