দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২০ পিএম, ২৪শে ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীর দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
আরও পড়ুন: দুমকিতে বাল্যবিবাহ দেওয়ায় মেয়ের বাবাসহ ২ জনের কারাদণ্ড
সোমবার (২৩ ডিসেম্বর) দুমকি থানায় অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিস্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মো. আবুল বাশার।
অভিযোগ ও সরজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের মেইন গেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৩৪টি সিলিং ফ্যান, ১টি ৭কেভি জেনারেটর, সোলার বিদ্যুতের ৩টি বড় হ্যামকো ব্যাটারি, এবং সোলার বিদ্যুতের একটি মেশিন এবং ভবনের ভিতরে বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, বাউন্ডারী ওয়ালের গেটে তালা লাগানো থাকায় আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে, সোমবার দুমকি থানার পুলিশ উক্ত ভবন পরিদর্শনে এলে দেখা যায়, ভবনের মেইন গেট সহ প্রতিটি কক্ষের তলা ভাঙ্গা এবং উক্ত মালামাল পাওয়া যাচ্ছেনা।
আরও পড়ুন: দুমকির ঐতিহ্যবাহী পীরতলা খালের ময়লা অপসারণ
দুমকি থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি মো. আবুল বাশার মালামাল চুরির ব্যাপারে সমবার (২৩ ডিসেম্বর) দুমকি থানায় একটি জিডি করেছেন।’
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

বাকেরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে রক্তের গ্রুপ ভুল নির্ণয়, প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ
