ইজতেমার ২য় পর্বে মোনাজাত পরিচালনা করবেন যিনি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্বের কার্যক্রম। এখন হেদায়েতি বয়ান আর জিকিরে মশগুল রয়েছেন ইজতেমায় আগত মুসল্লিরা।
শনিবার (২১ জানুয়ারি) বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন।
এদিকে রবিবার (২২ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
ইজতেমার ২য় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর তার তিন ছেলে ও মেয়ের জামাতা নিয়ে ময়দানে এসেছেন।
প্রসঙ্গত, আগামীকাল ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।