প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২০ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রধারী নিবন্ধিত প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ উদ্দেশ্যে ইতিমধ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি নতুন অ্যাপ তৈরির কাজ চলছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের এক তথ্যবিবরণীতে জানানো হয়, কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
অনুষ্ঠানে তিনি প্রবাসীদের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
সিইসি বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নির্বাচনে অংশ নিতে পারবেন। এজন্য তাদের ভোটার তালিকাভুক্তি ও এনআইডি থাকা আবশ্যক। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবধরনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব
মতবিনিময় সভায় শতাধিক প্রবাসী অংশ নেন। কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রবাসী বাংলাদেশিরা সিইসিকে ধন্যবাদ জানান এবং এ উদ্যোগকে ইতিবাচক বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী উপস্থিত ছিলেন।
এএস