পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের পিএম হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের লেখা একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
শেহবাজ শরিফ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বের সূত্রে গভীরভাবে যুক্ত।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে তিনি নিউইয়র্ক ও কায়রোতে ড. ইউনূসের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে দারিদ্র্য বিমোচনে তার অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন।
চিঠিতে ড. ইউনূস পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সংকটময় এই সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে আছে এবং প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত।
আরও পড়ুন: ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈঠকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনঃচালুর সম্ভাবনা, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনার্স থেকে পিএইচডি পর্যায়ে ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারারসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস