ইজতেমার দ্বিতীয় পর্ব
ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইবাদত-বন্দেগি, জিকির-আসকার ও আলেমদের বয়ান শুনে সময় অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ফজরের পর মাওলানা ইয়াকুবের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
ইজতেমার ২য় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমার ময়দানে নামাজের মিম্বারে আজকে মাদরাসার ছাত্রদের অনুষ্ঠান হবে। পুরা মজমার ৫০ থেকে ৬০ জনের দল হয়ে আলাদা আলাদা তালিম হয় বেলা ১২টা পর্যন্ত। জোহরের পরে বয়ান শুরু করেছেন বাংলাদেশের মাওলানা মোশারফ। আসরের পরে বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর তৃতীয় ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তার বয়ানের পরপর বিবাহ হবে। মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার।
এদিকে নিজামুদ্দিন অনুসারীদের এই তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।
ইজতেমা ময়দানে আগামীকাল রবিবার (২২ জানুয়ারি) ১০টা থেকে ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।