সেচ সংকটে বোরো চাষে সুনামগঞ্জের কৃষকদের দূর্ভোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সেচ সংকটে বোরো চাষে সুনামগঞ্জের কৃষকদের দূর্ভোগ

চলতি বোরো মৌসুমে খরচার হাওরের সেচ সংকটের কারণে ১ হাজার ৫০০ একর জমিতে বোরো আবাদ করতে পারছেন না সুনামগঞ্জের কৃষকেরা।

কৃষকরা জানান, সেচের পানির যোগান না থাকায় ধরেরপাড় লালপুর, পদ্মনগর, ভাদেরটেকসহ ৫টি গ্রামের শতাধিক কৃষক পানি সংকটের কারণে বোরো আবাদ করতে পারবেন না। অন্যদিকে সেচ প্রকল্পের পরিচালক জানান, দ্রুত এসব জমিতে পানি সেচ দেয়া হবে। 

সুনামগঞ্জ বিএডিসিসেচ কর্তৃপক্ষ জানায়, সেচ দেয়ার জন্য হাওরের খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। খরচার হাওরের অভ্যন্তরে পানি সরবরাহের খাল গুলো ভরাট হয়ে যাওয়ায় হাওরের বেশ কিছু এলাকার জমিতে সেচের পানি দিতে পারেন না কৃষক। ফলে প্রতিবছর বোরো মওসুমে হাওরের সেচ সংকট দেখা দেয়। বিশেষ করে ধানের চারা রোপনের সময় এই সংকট আরও তীব্র আকার ধারণ করে। কৃষকরা কোন মতে জমি ভিজিয়ে জমিতে ধানের চারা রোপনের চেষ্টা করছেন। সময় মতো বৃষ্টিপাত না হলে এ সংকট আরও তীব্র আকার ধারণ করবে। 

কৃষকরা জানান, সেচের পানি না পাওয়ায় জমিতে আগাছা জন্মেছে। 

ভাদেরটেক ১০ কিউসেক ভাসমান সেচ প্রকল্পের পরিচালক মোঃ আব্দুল কদ্দুছ বলেন, দ্রুত পতিত জমিতে পানি সেচ দেয়া হবে। 

সুনামগঞ্জ বিএডিসি সেচ এর সহকারী প্রকৌশলী হুসাইন মুহাম্মদ খালেদুজ্জামান জনবাণীকে বলেন, সংকট নিরসনে হাওওে খাল খননের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

এসএ/