রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেফতার
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। 


গ্রেফতারকৃতরা হলেন, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।


সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান।


র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি বিরোধী অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে নব্য জঙ্গি সংগঠনের কর্মীরা। জবাবে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় দেশী-বিদেশী অস্ত্র। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আনম ইমরান খান জানান, কক্সবাজারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


জেবি/এসবি