‘আইনজীবীদের এমন ভাষা কুলিরাও ব্যবহার করেনা’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩


‘আইনজীবীদের এমন ভাষা কুলিরাও ব্যবহার করেনা’
হাইকোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচারকাজ বিঘ্নিত করার অভিযোগের তলবে হাইকোর্টে হাজির হয়েছেন ২১ আইনজীবী। এসব আইনজীবীকে আবারও আগামী ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 


এ সময় হাইকোর্ট বলে, আইনজীবীরা যে ভাষায় কথা বলেছেন তা কমলাপুরের কুলিরাও ব্যবহার করেনা। এটি মোটেও মেনে নেওয়া যায়না বলে মন্তব্য করে হাইকোর্ট। 


এর আগে গত ১০ জানুয়ারি তাদেরকে তলব করে আদালত অবমাননার রুল জারি করা হয়।


এদিকে, গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণের প্রার্থনা’ শীর্ষক একটি চিঠি পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক।