সাংবাদিক রোজিনার মামলার তদন্ত করবে পিবিআই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


সাংবাদিক রোজিনার মামলার তদন্ত করবে পিবিআই
সাংবাদিক রোজিনা

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলায় সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশ। এ প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী নারাজির আবেদন করেন।


সোমবার (২৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত নারাজির আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে পিবিআইকে মামলাটি অধিকতর করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের শাহবাগ থানার নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজমুদ্দিন ফকির।


এদিকে গত বছরের ৪ জুলাই গোয়েন্দা পুলিশ সাংবাদিক রোজিনা ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলো। 


এর আগে ২০২১ সালের ১৭ মে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনা ইসলামকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী তার বিরুদ্ধে মামলা করেন।