ভারতের বন্যহাতির পাল বাংলাদেশে প্রবেশ, আতঙ্কের সৃষ্টি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভারতের বন্যহাতির পাল বাংলাদেশে প্রবেশ, আতঙ্কের সৃষ্টি

সুনামগঞ্জের তাহিরপুরের বারিক টিলায় ভারতীয় সীমানা অতিক্রম করে বন্যহাতির পাল প্রবেশ করায় বড়গোফ টিলা, পূর্বটিলা মাহরাম টিলা ও বারিক টিলার শতাধিক পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বন্যহাতির পাল গভীর জংগলে প্রবেশ করে বিনষ্ট করছে গাছপালা বাঁশবন। 

সেমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খাবারের সন্ধানে দুইটি বাচ্চা হাতি সহ ৮ টি বন্যহাতির একটি পাল ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ করে। যাদুকাটা নদীর তীরবর্তী বারিক টিলার গহীন জংগলে প্রবেশ করে। 

গভীর জংগলে ডুকে হাতির পাল বাঁশ বাগান, লতাপাতা সহ বিভিন্ন জাতের গাছের পাতা খেতে থাকে। এলাকায় হাতির পাল প্রবেশের খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক লোকজন হাতি দেখতে বারিক টিলায় ভীড় করেন। উৎসুক জনতা হাতির পালকে বিরক্ত করায় স্থানীদের মধ্যে আরো আতংক সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসী জানান, বারিক টিলায় এক পাল হাতিব প্রবেশ করায় তারা ভয়ে ভয়ে আছেন। রাতের হাতির ভয়ে তারা আগুন জ্বালিয়ে রাখেন। 

বন বিভাগের মাঠকর্মী অখিল তালুকদার জনবাণীকে বলেন, হাতিদের বিরক্ত না করলে তারা তাদের খাবার খেয়ে যে কোন সময় চলে যেতে পারে।

এসএ/