Logo

শ্রীনগরে জৌলুস ছড়াচ্ছে সরিষা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:১১
34Shares
শ্রীনগরে জৌলুস ছড়াচ্ছে সরিষা
ছবি: সংগৃহীত

। নজরকারা হলুদের সমারোহ দৃষ্টি কেড়ে নিচ্ছে আপন মনে। মৌ-মৌ ঘ্রাণে মধু আহরণে মৌ-মাছির দল খেলা করছে হলুদ স্বপ্নপুরীতে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সবুজের বুক চিরে সরিষা ফুলের সমারোহ জৌলুস ছড়াচ্ছে। নজরকারা হলুদের সমারোহ দৃষ্টি কেড়ে নিচ্ছে আপন মনে। মৌ-মৌ ঘ্রাণে মধু আহরণে মৌ-মাছির দল খেলা করছে হলুদ স্বপ্নপুরীতে। পৌষের শিশির ভেজা একেক খন্দ সবুজ মাঠ যেন হলুদ চাদরে ঢাকা পড়েছে। 

বিজ্ঞাপন

দৃষ্টিনন্দন প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগে পথচারীদের মনে আনন্দের দোলায় ঢেউ খেলছে হলুদের রাজ্যপুরী। মনের আনন্দে নানা শ্রেণি পেশার মানুষ হলুদের রাজ্যে ডোবে এ অপরূপ সৌন্দর্যের মাঝে সেলফি ও ছবি তুলে নিজেকে ক্যামেরা বন্দি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রকৃতির সৌন্দর্য পোষ্ট করে প্রকাশ করছেন নিজের অনুভূতির কথা।

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল এলাকার শ্রীধরপুর, বাড়ৈখালী, মদনখালী, আলামপুর ও উপজেলার বীরতারা, ছয়গাঁও, সাতগাঁও এবং ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর তীরবর্তী চরের জমিতে সরিষার চাষ করা হচ্ছে। প্রায় জমিতেই সরিষা গাছের সবুজের ছাঁয়া ঢাকা পরছে হলুদ ফুলের আবরণে। এ অবস্থায় সরিষা ক্ষেতের হলুদ ফুলের সমারোহ ডাকে গ্রামীন পরিবেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। 

স্থানীয়রা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে আসছেন। বিশেষ করে শীতের বিকালে সরিষা ফুলের নজরকার দৃশ্য দেখতে মানুষ বেশী আসছেন। কয়েকজন দর্শনার্থী বলেন, লেন, সরিষার ফুলের এমন নান্দনিক সৌন্দর্য উপভোগ করা শুধু গ্রাম্য পরিবেশে। তাই বন্ধু বান্ধব নিয়ে ছুটি কাটাতে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছি। এ বছর উপজেলায় প্রায় ৫শ’ ৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক মাঠে কাজ করছেন।

বিজ্ঞাপন

বাড়ৈখালী ও শ্রীধরপুরে বেশকিছু জমিতে দেশী জাতের রাই/চৈতা সরিষার চাষ করছেন স্থানীয়রা। প্রতি বছর এ অঞ্চলে সরিষার ফুলের মধু সংগ্রহের জন্য মৌ-মাছির দল নিয়ে মৌয়ালদের আসতে দেখা গেলেও এ বছর এখনও পর্যন্ত কোন মৌয়াল আসার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলার কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন  জানান, উপজেলায় ৫শ’ ৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হচ্ছে। জাতীয় ফসল উৎপাদণ বৃদ্ধির লক্ষ্যে (তেল জাতীয়) প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশী সরিষা জাতের পাশাপাশি  উচ্চ ফলনশীল বারি-১৪, ১৭, ৯ ও বিএডিসি-১ জাতের সরিষা চাষে ৩০টি (রাজস্ব) প্রদর্শনী রয়েছে। সরিষা চাষে উপজেলায় মোট ৭০০শ’  জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD