বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ে আখাউড়ায় শুভেচ্ছা বিনিময়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪
আখাউড়ায় বাংলাদেশ-ভারত দুইদেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।
বিজয় দিবস উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) আখাউড়া স্থলবন্দরে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীর রুহি এক প্রেসে নোটে এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: সীতাকুন্ডে হেনাস্তার শিকার মুক্তিযোদ্ধে নির্যাতিত নারী
প্রেস নোটে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ জিওসি পদাতিক ডিভিশন কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এর নেতৃত্বে চার জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং ভারত সেনাবাহিনীর ১০১ এরিয়ার মেজর জেনারেল সুমিত রানার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য স্বাক্ষাতে অংশগ্রহন করেন।
দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা সদস্যরা বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাক্ষাতে মিলিত হন। প্রতি বছর বিজয় দিবস ও পহেলা বৈশাখে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতসহ শুভেচ্ছা উপহার বিনিময় করেন। এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ নাগাদ এ সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।
আরও পড়ুন: ফেনীতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন স্টাফ অফিসার ও বিজিবির একজন অধিনায়ক। ভারত সেনাবাহিনীর দুইজন কর্মকর্তাসহ একজন বিএসএফ কর্মকর্তা ছিলেন এই সাক্ষাতে।
এমএল/