স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, স্বামীর রক্তঝরা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর মুগদা এলাকায় একটি ঘর থেকে নাক দিয়ে রক্তঝরা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে শেখ মো. দাউদুল ইসলাম নামের ৩৭ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ‘দাউদুল ও এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ২ দিন আগে ওই এলাকার মিণ্টু মিয়ার একটি টিনশেড ঘর ভাড়া নেন। গতকাল সোমবার রাতে পুলিশ খবর পেয়ে দাউদুলের লাশ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘দাউদুলের নাক দিয়ে রক্ত ঝরার চিহ্ন আছে। তবে বাহ্যিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
যে নারীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে দাউদুল ওই বাসা ভাড়া নিয়েছিলেন, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/