সেই পাগলির সন্তানের ঠাঁই হলো ছোটমনি নিবাসে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
হবিগঞ্জে মহাসড়কে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তানটিকে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় শিশুটিকে সিলেটের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক আল মামুন জানান, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও তার সদ্যজাত শিশুকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে নেওয়া হয়। আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে প্রেরণের আদেশ দেন। পরে রাতে একজন পুলিশ সদস্যের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে নেওয়া হয়।
এর আগে রোববার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত পরিচয় এই তরুণীর প্রসব ব্যাথা উঠে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটির বয়স ২৫ কিংবা ২৬ বছর। সমাজ তাকে পরিচয় দিয়েছে ‘পাগলী’। স্বামী কি বা বিয়ের মর্ম কি সেটি হয়তো তার জানা নেই।