‘দুর্নীতিবাজ ভিসির কালো হাত ভেঙে দাও দিতে হবে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘দুর্নীতিবাজ ভিসির কালো হাত ভেঙে দাও দিতে হবে’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম স্বেচ্ছাচারিতা, ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 
 


মানববন্ধনে বক্তারা বলেন, ভিসি স্যারের মেয়াদ শেষ হবে ৬ মার্চ। মেয়াদের একেবারেই শেষ সময়ে এসে তিনি নানা ধরণের অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতিসহ বিশ্ববিদ্যালয়টিকে দূর্নীতির আখড়ায় পরিণত করে যাচ্ছেন। নিজের খেয়াল খুশিমত ইচ্ছে মাফিক অনিয়ম ও অনৈতিক সুবিধা নিয়ে অযোগ্য, অদক্ষ জনবল নিয়োগ, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অপকর্ম করছেন। 

তারা বলেন, আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শেষ সময়ে এসে নিয়োগবাণিজ্য, অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যাবহার ,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতাসহ তার চূরান্ত করা ১০২ জনের গণনিয়োগ বন্ধ ও নানা অভিযোগের তদন্ত ও বিশ্ববিদ্যালয় ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধারের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শিক্ষার্থীরা।

এসএ/