চসিকের দুই ওয়ার্ডে অভিযান
জন্ম নিবন্ধন জালিয়াতি ধরতে এবার মাঠে দুদক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২২ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যুর ঘটনার সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের ৫ নম্বর পাহাড়তলী ওয়ার্ড এবং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে অভিযান চালায় দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের।
দুদকের সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, ‘পাঁচটি ওয়ার্ডে জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনা ঘটেছে। এরমধ্যে আমরা আজকে চসিকের দুটি ওয়ার্ডে অভিযান চালিয়েছি। তবে প্রাথমিকভাবে আমরা আইডি হ্যাক করে ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করার সত্যতা পেয়েছি। পরে আমরা চসিককে কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেছি।’
এক প্রশ্নের জবাবে দুদকের এ কর্মকর্তা বলেন, ‘আমরা মূলত সনদ জালিয়াতির ঘটনার সঙ্গে কাউন্সিলর অফিসের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
জেবি/এসবি