আইসিসির মাস সেরার তালিকায় এবাদত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আইসিসির মাস সেরার তালিকায় এবাদত

দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগার পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের নায়ক ছিলেন এই পেসার। সেজন্য বড় অর্জনের হাতছানি তার সামনে।

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর জানুয়ারির সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছে এবাদত হোসেন ও দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসের।

ডেওয়াল্ড ব্রেভিস খেলেছেন সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ব্রেভিস আসরে ৫০৬ রান করেছেন ৮৪.৩৩ গড়ে। ছিল দুটি শত রানের ইনিংস। বেবি এবি নামে খ্যাতি পাওয়া ডেওয়াল্ড ব্রেভিস ৬ ম্যাচে ৭টি উইকেটও নেন।

এবাদত হোসেন কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে নেন ২১ ওভার বোলিং করে মোট ৬ উইকেট, দেন মাত্র ৪৬ রান। যার মধ্যে ছিল ৬ ওভার মেডেন। যা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা।

আরেক প্রোটিয়া ব্যাটার কিগান পিটারস ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে তিন নম্বরে ব্যাট করে ৬১ গড়ে ২৪৪ রান করে হন সিরিজ সেরা খেলোয়াড়।

এবাদতের আগে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।

এসএ/