শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:০৩ পিএম, ১৭ই জুন ২০২৫


শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা
ছবি: সংগৃহীত

চাপ, প্রশ্ন, টেস্টের সূক্ষ্মতা—সবকিছু পেছনে ফেলে দারুণভাবে প্রথম দিন শেষ করল নাজমুল হোসেন শান্তর দল। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে শুরুতে টাইগাররা কিছুটা বিপাকে পড়লেও, দিন শেষে স্কোরবোর্ডে ২৯২ রান তুলে দৃঢ় অবস্থানে দিন শেষ করেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।


মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে খাঁদের কিনারে ধুঁকছিল বাংলাদেশ। এনামুল হক (০), শাদমান ইসলাম (১৪) ও মমিনুল হক (২৯) দ্রুত সাজঘরে ফিরলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু তারপরই দৃশ্যপট বদলে দেন দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।


আরও পড়ুন: দেশসেরা অলরাউন্ডার সাকিবকে প্রশংসায় ভাসালেন তামিম


দুজনই দেখেশুনে, ধৈর্য্য ধরে খেলেছেন। মাঠে কোনো হঠকারী শট ছিল না, ছিল শুধুই ধৈর্যের জয়গান। দিনের শেষ সেশনে শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি (১৩৬*) এবং মুশফিকুর রহিমও তুলে নেন নিজের ১২তম টেস্ট শতক (১০৫*)। এই জুটিতেই এসেছে ২৪৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা লঙ্কান বোলারদের রীতিমত চেপে ধরেছে।


শান্ত ২৬০ বলে ১৪টি চার ও একটি ছক্কায় করেছেন ১৩৬ রান, আর মুশফিক ১৮৬ বলে করেছেন ১০৫ রান, যেখানে ছিল ৫টি চারের মার।


লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল থারিন্দু রত্নায়েকে ৩২ ওভারে ১২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট গেছে আসিথা ফার্নান্ডোর ঝুলিতে। তবে বড় চ্যালেঞ্জে পড়েছেন শ্রীলঙ্কার দুই প্রধান স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও রত্নায়েকে, যাদের বল আজ একেবারেই প্রাণহীন ছিল।


আরও পড়ুন: ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নিয়ম, অবৈধ হচ্ছে যেসব ক্যাচ


টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এমন শাসন যে গলে বিরলই বলা চলে। এ মাঠের প্রকৃতি অনুযায়ী প্রথম দুই দিন ব্যাটিংবান্ধব হয়ে থাকে, কিন্তু উইকেটের বৈশিষ্ট্যের পুরো সুবিধা নিয়েছেন শান্ত-মুশফিকরা।


কাল দ্বিতীয় দিনে আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান তোলার চেষ্টাই হতে পারে টাইগারদের মূল লক্ষ্য। অন্যদিকে, শ্রীলঙ্কার জন্য এই ম্যাচে ফেরার লড়াই শুরু হবে কাল থেকেই।


স্কোর সংক্ষেপ:


বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯২/৩ (৯০ ওভারে)


নাজমুল হোসেন শান্ত ১৩৬* (২৬০ বল),


মুশফিকুর রহিম ১০৫* (১৮৬ বল)


উইকেট পতন: ১-৫ (এনামুল), ২-৩৯ (শাদমান), ৩-৪৫ (মমিনুল)


শ্রীলঙ্কা বোলিং: থারিন্দু রত্নায়েকে ২/১২৪, আসিথা ফার্নান্দো ১/৫১


এমএল/