কোয়াব নির্বাচনে ভোট দিতে পারছেন না সাকিব-মাশরাফী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


কোয়াব নির্বাচনে ভোট দিতে পারছেন না সাকিব-মাশরাফী
সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা

আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাচন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


নির্বাচনের সময় জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটে থাকবেন, কারণ সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। তবে তারা ঢাকায় এসে ভোটে অংশ নেবেন। বর্তমান অ্যাডহক কমিটির একজন সদস্য জানিয়েছেন, ক্রিকেটারদের সময় অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে, তাই ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ৪ সেপ্টেম্বর সকালে ক্রিকেটাররা সিলেট থেকে ঢাকার ফ্লাইট ধরবেন এবং দুপুরের মধ্যেই ভোট দেবেন।


আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ


বিদেশে থাকা ক্রিকেটাররা অনলাইনে ভোট দিতে পারবেন। বিশেষ করে ইংল্যান্ডে থাকা যুবা ক্রিকেটাররা এবং সঙ্গে ম্যানেজমেন্টের কিছু সদস্য অনলাইনে ভোটের সুযোগ পাবেন। এছাড়া, যারা রাজশাহীতে থাকবেন এবং এইচপির মধ্যে সদস্য, তারাও অনলাইনে ভোট দিতে পারবেন।


তবে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা এবার ভোট দিতে পারছেন না। কারণ, নতুন করে কোয়াবের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় মেম্বারশিপ তারা পূরণ করেননি। গত বছর থেকে সাকিব দেশের বাইরে থাকলেও মাশরাফী প্রকাশ্যে আসেননি।


ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে। সংগঠনটি নতুনভাবে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্বের কমিটি স্থগিত করে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান ১৩ সদস্যের অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজনের দায়িত্বে, আর আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন ইফতেখার রহমান মিঠু।


এসএ/