দেশের জন্য সবকিছু ছেড়ে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

আমিনুল ইসলাম বুলবুল চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে খুব বেশি দিন মেয়াদ নেই চলতি পরিচালনা পর্ষদের। যে কারণে আলোচনায় পরবর্তী বিসিবি নির্বাচন নিয়ে।
অনেকের মনে প্রশ্ন পরবর্তী নির্বাচনে থাকবেন কি না বুলবুল। সেক্ষেত্রে বুলবুলকে পাড়ি দিতে হবে দুটি ধাপ। প্রথমত তাকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির নির্বাচিত হতে হবে। তবে বুলবুল অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে, নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন।
আরও পড়ুন: কোয়াব নির্বাচনে ভোট দিতে পারছেন না সাকিব-মাশরাফী
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হলে আবারো বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।’
পরে বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছাৃ দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’
আরও পড়ুন: নারী আম্পায়ার সাথিরা জেসিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস
বিসিবির পরিচালনা পর্ষদে দুজন বোর্ড পরিচালক বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। বুলবুল জানান, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’
এমএল/