নারী আম্পায়ার সাথিরা জেসিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৮ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


নারী আম্পায়ার সাথিরা জেসিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস
ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সাথিরা জাকির জেসি। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।


মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত এক বার্তায় জেসিকে শুভেচ্ছা জানায় দূতাবাস।


আরও পড়ুন: পরিবার পাশে থাকলে স্বস্তি পাই: সাকিব


উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর সাবেক শিক্ষার্থী হিসেবে জেসি খেলাধুলায় নারীর নেতৃত্ব ও উদ্ভাবনের প্রতীক।


দূতাবাস আরও জানায়, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক যোগাযোগ এবং নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। জেসির বিশ্বকাপ দায়িত্ব গ্রহণ বাংলাদেশের নারী উন্নয়ন ও নারী ক্রিকেটে এক নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন: নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে


বিশ্বকাপের আগে জেসি ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।


এএস