Logo

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ২৩:২০
75Shares
নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে
ছবি: সংগৃহীত

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

বিজ্ঞাপন

ওসমান ডেম্বেলে বলেছেন, বার্সেলোনায় তার সময় সবসময় সুখের ছিল না, ইনজুরির কারণে বেশির ভাগ সময় কেটেছে। তবুও লিওনেল মেসির কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ডেম্বেলের মতে, মেসি তাকে স্বপ্ন দেখিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন, যা তার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

ডেম্বেলে ফোরফোরটু-কে বলেন, “প্রথম দিন থেকেই মেসির সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমার লকার ছিল তার পাশে। মাঠে এবং ড্রেসিংরুমে সব সময় তিনি আমাকে সাহায্য করতেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাঠে মেসির অবস্থান, কৌশল এবং দলীয় বোঝাপড়াও ডেম্বেলের কাছে শিক্ষণীয় ছিল। তিনি বলেন, “মেসি নাম্বার টেন হোক বা নাম্বার নাইন, তার কৌশল অসাধারণ। কখন জর্দি আলবা সামনে উঠবে, কখন বল বাড়াবে—সবই তিনি আগে থেকে জানতেন।”

বার্সেলোনায় চার মৌসুমে ৯৫ ম্যাচ খেলেছেন ডেম্বেলে মেসির সঙ্গে। ২০২১ সালে মেসি পিএসজিতে গেলে স্মৃতিটা এখনও তাজা। ডেম্বেলের কথায়, “আমি তো এখনই আমার দুই বছরের মেয়েকে বলি মেসির সঙ্গে খেলার গল্প।”

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD