Logo

পরিবার পাশে থাকলে স্বস্তি পাই: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০২:৫৩
75Shares
পরিবার পাশে থাকলে স্বস্তি পাই: সাকিব
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক ম্যাচ খেলেই আলোচনায় ফিরলেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক ম্যাচ খেলেই আলোচনায় ফিরলেন সাকিব আল হাসান। ব্যাট-বলে সমান দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা। এর মধ্য দিয়েই গড়েছেন অনন্য রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। একই সঙ্গে হয়েছেন প্রথম ক্রিকেটার, যিনি এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের এই অর্জন প্রসঙ্গে সাকিব বলেন, কঠোর পরিশ্রম আর দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল এটি। তবে পরিবারের উপস্থিতি তার সাফল্যের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে সবসময় হয়ে ওঠে না। তাদের স্কুলের কারণে বিষয়টা কঠিন। এখন গ্রীষ্মকালীন ছুটি, তাই তারা এখানে থাকতে পারছে। বয়স বাড়তে থাকলে পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি লাগে।”

যদিও রেকর্ড গড়ার দিনে আনন্দ স্পষ্ট, আগের ম্যাচগুলোতে পর্যাপ্ত বোলিং না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন সাকিব। তার মতে, নিয়মিত বোলিংয়ের সুযোগ না থাকায় ভেতরে নেতিবাচক চিন্তা কাজ করেছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে এ নিয়ে ৪৪তম ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাকিব। এই কৃতিত্বে তিনি সমান হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের সঙ্গে। সংখ্যার বিচারে সাকিবের ওপরে রয়েছেন কেবল চারজন—অ্যালেক্স হেলস (৪৫ বার), কাইরন পোলার্ড (৪৭ বার), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার) ও ক্রিস গেইল (৬০ বার)।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD