প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে: সালমান এফ রহমান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে।
বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অধিবেশন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, আমি সবার উদ্দেশে বলেছি, প্রধানমন্ত্রী আমাদের ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য দিয়েছেন। গতকাল তিনি আরেকটা টার্গেট দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে যেতে হবে। এ চ্যালেঞ্জ অর্জন বা বাস্তবায়ন করা সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্যটা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করতে হলে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে। ডিসিদের সেই দায়িত্ব পালন করতে হবে।
সালমান এফ রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটার, অপটিক্যাল ফাইবার এসব প্রযুক্তি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে টার্গেট এচিভ করা সম্ভব হবে। আরেকটা ব্যাপার হচ্ছে খাদ্য নিরাপত্তা। প্রধানমন্ত্রী সেটার ওপরও জোর দিয়েছেন। তিনি অনাবাদী জমিকে চাষের আওতায় আনতে বলেছেন।