মেয়ের জামাইয়ের হাত ধরে ঘর ছাড়লো শাশুড়ি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:০০ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


মেয়ের জামাইয়ের হাত ধরে ঘর ছাড়লো শাশুড়ি
প্রতীকী ছবি

বিয়ের দুই মাসের মাথায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে।


বুধবার (২৫ জানুয়ারি) বিষয়টি জনসম্মুখে আসে। কিন্তু ঘটনাটি গত শুক্রবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে ঘটেছে।


জানা যায়, প্রায় দুই মাস আগে রাউতারা গ্রামের সুলতান খাঁ (২৫) সঙ্গে একই গ্রামের আলম শেখ ও হাফিজা খাতুন (৩৮) দম্পতির মেয়ে আশার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই সুলতান ও আশার মায়ের সম্পর্ক ছিল বলে জানা গেছে। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে মেয়ে আশাকে সুলতানের সঙ্গে বিয়ে দেন।


ভুক্তোভোগী স্বামী আলম শেখ জানান, ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নাই। এরপর থেকেই খোঁজ মিলছে না মেয়ের জামাইয়েরও। পরে জানতে পারি, আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের। তারা পালিয়ে গেছে।


ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার সকাল থেকে জানাজানি হয়েছে। এখন শাশুড়ি ও জামাইকে খোঁজাখুঁজি করছে উভয় পরিবার।