ভোলায় উদযাপিত হল সূর্য পূজা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিপুল উৎসাহে ভোলায় উদযাপিত হলো সূর্য পূজা। এ বছর মাঘ মাসের মকড়ি সপ্তমি তিথি অনুযায়ী মঙ্গলবার সূর্যোদয়ের সময় এ পূজা শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত।
করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শহরের চরনোয়বাদের ভক্তবাড়ি ও বাপ্তাসূর্য বাড়িসহ বিভিন্ন এলাকায় সূর্যদেবের পূজা হচ্ছে।
ধর্মীয় রীতি অনুযায়ী সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ ভক্তরা উপবাস করে ধূপতি হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। পূজায় অংশ নিয়েছেন শতাধিক পূণ্যার্থী।
দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ান এবং সূর্য দেবের কাছে প্রার্থনা করেন। তাদের প্রার্থনায় উঠে আসে মহামারী থেকে মুক্তিসহ সকল ধরনের বিপদ থেকে মানুষকে রক্ষার আকুতি।
সাথে সাথে সূর্য দেবের প্রার্থনা করছেন ভক্তরা। বাপ্তা সূর্য ঠাকুর বাড়িতে দেড়শ বছর ধরে সূর্য দেবের পূজা হয়ে আসছে। সেই ধারায় এ বছরও সেখানে সূর্য দেবের পূজা অনুষ্ঠিত হলো।
এসএ/