রাজস্ব ফাঁকি, মা ও চার কন্যার বিরুদ্ধে দুদকে অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাজস্ব ফাঁকি,  মা ও চার কন্যার বিরুদ্ধে দুদকে অভিযোগ

বগুড়ার বিশিষ্ট বিড়ি তৈরি প্রতিষ্ঠান সরিফ বিড়ির মালিক মৃত সরিফ উদ্দিনের স্ত্রী ও চার কন্যার নামে নামে-বেনামে একাধিক বাড়ি-গাড়ি সরকারকে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়ার সরিফ বিড়ি ফ্যাক্টিরীর মৃত শেখ সরিফ উদ্দিন এর স্ত্রী দেলওয়ারা বেগম, তার চার কন্যা এবং তাদের স্বামী, (১) কানিজ ফাতেমা পুতুল, স্বামী ফেরদৌস আলম ওরফে ফটু, (২) নাদিরা সরিফা সুলতানা বিলকিস, স্বামী মো. আবুল হোসেন খোকন ওরফে ব্যাঙ্গা খোকন, (৩) তৌহিদা সরিফা সুলতানা শান্তনা, স্বামী মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়া, (৪) মাহবুবা খানম আমেনা (স্বামী পরিত্যক্তা)। তাদের শত শত কোটি টাকার ব্যাংক এফডিআর, ঢাকার মোহাম্মদপুরে জমি এবং বাড়ি, বগুড়া শহরের চারমাথায় সুপার মার্কেট, জলেশ্বরীতলা এলাকায় ফ্ল্যাট, কাটনারপাড়া এলাকায় ফ্ল্যাট, চারমাথায় সিএনজি পাম্প, শাকপালায় সিএনজি পাম্প, বিভিন্ন কোম্পানীর সাথে সমপৃক্ততা সরিফ বিড়ি ফ্যাক্টিরীর মালিকানাসহ বিভিন্ন ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। যা থেকে সরকার প্রতিনিয়ত রাজস্ব পাওয়ার কথা। কিন্ত তারা রাজস্ব ফাঁকি দিয়ে বিলাসবহুল জীবন-যাপনে ব্যস্ত। তাছাড়া সামাজিক নানা অপরাধকর্মে তাদের এবং সন্তানদের সম্পৃক্ততার বহু অভিযোগ রয়েছে। এমতবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অতিব জরুরী। 

উল্লেখ্য, বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া লেনের হাসান হামিদুর রহমান রাজু গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

এসএ/