সম্রাটের মামলার চার্জ গঠন শুনানি ১ মার্চ


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০১:২০ এএম, ৩১শে জানুয়ারী ২০২৩


সম্রাটের মামলার চার্জ গঠন শুনানি ১ মার্চ
আদালতে হাজির হন যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট- ছবি: জনবাণী

যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুদকের করা আয় বহির্ভূত আইনের মামলায় চার্জ গঠনের শুনানি আগামী ১ মার্চ ধার্য করা হয়েছে।


সোমবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন সম্রাটের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে।


সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আমরা আজকে তিনটা আবেদন করেছি। আগামী ১ মার্চ সম্রাটের চার্জ গঠন শুনানি, স্থায়ী জামিনের আবেদন ও পাসপোর্ট নিজ জিম্মায় বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।


জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।