নরসিংদীতে লেবুজাতীয় ফসল প্রকল্পের আওতায় লেবু ও মাল্টা বাগান পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নরসিংদীতে লেবুজাতীয় ফসল প্রকল্পের আওতায় লেবু ও মাল্টা বাগান পরিদর্শন

নরসিংদী জেলার বেলাব উপজেলায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত বিভিন্ন লেবু জাতীয় ও মাল্টা বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে প্রকল্পের মনিটরিং অফিসার মো: মোস্তফা কামাল ও মো: মোশাররফ হোসেন । 

এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা কৃষি অফিসার নাজিম উর রউফ খান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।

মোঃ মোস্তফা কামাল জনবাণীকে বলেন, বেলাব উপজেলায় লেবু জাতীয় ফসলের চাষ ও উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলম্বো লেবুর উৎপাদন ভালো হওয়ায় কৃষক এ জাতীয় লেবু চাষে বেশি আগ্রহী হয়ে উঠছে। প্রকল্পের পক্ষ থেকে সব সময় সকল পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। 

মোঃ মোশাররফ হোসেন জনবাণীকে বলেন, কলম্বো লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে ইউরোপ ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এসএ/