স্মার্ট বাংলাদেশে ধূমপান মুক্ত হবে: ডেপুটি স্পিকার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


স্মার্ট বাংলাদেশে ধূমপান মুক্ত হবে: ডেপুটি স্পিকার
বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু- ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সংসদ চলাকালীন কোনো সদস্য ধূমপানের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দিতে চাইলে নির্ধারিত সময় বাড়িয়ে দেবেন। 


মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। আর স্মার্ট বাংলাদেশে ধূমপান থাকতে পারে না। স্মার্ট বাংলাদেশ ধূমপান মুক্ত হবে।


টুকু বলেন, ধূমপানের বিরুদ্ধে সংসদে কথা বললে সময় বেশি দেওয়া হবে। যেকোনো সংসদ সদস্য যদি ধূমপান সম্পর্কে সচেতনতামূলক কথা বলতে চান, তাহলে আমি প্রত্যেককে দুই মিনিট সময় বাড়িয়ে দেব। কেউ যদি আরও তথ্য উপাত্ত নিয়ে বাড়িয়ে বলতে চায় তাকে আরও এক-দুই মিনিট সময় বাড়িয়ে দেব। তবে সচেতনতামূলক বক্তব্য হতে হবে।