শপথ নিলেন নাসিক মেয়র আইভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শপথ নিলেন নাসিক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বুধবার (৯ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন নাসিকের নির্বাচিত কাউন্সিলরেরাও।

এর আগে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়। বুধবার সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নাসিকের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। সে অনুযায়ী, রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান হয়।



টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে শপথ নিলেন মেয়র আইভী৷ মেয়র আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম৷

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন সম্পন্ন হয়েছে৷ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুণরায় নির্বাচিত করায় জনগণের প্রতি ধন্যবাদ জানাচ্ছি৷’

মেয়রসহ সকল কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয় বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন।

নাসিকের মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয় জন নারী কাউন্সিলর রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এইবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। গত ২৭ জানুয়ারি এই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।

এসএ/