বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ পিএম, ২৩শে ডিসেম্বর ২০২৪

আর এক সপ্তাহ পর শুরু বিপিএলের ১১তম আসর। তার আগে টুর্নামেন্টে আমেজ তুলতে আয়োজিত হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।
এ সময় আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: প্রথম ম্যাচেই টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’
একই অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘সোমবারে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।'
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ চ্যাম্পিয়নদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির
'অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’-যোগ করেন তিনি।
বিপিএলের এই মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও আছেন এই আয়োজনে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নীতির পথে চলেই গড়তে হবে নতুন বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা
