কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব, সম্পাদক জাহাঙ্গীর


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০২:৪৯ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব, সম্পাদক জাহাঙ্গীর
সভাপতি হাসিব বিন শহিদ - সম্পাদক জাহাঙ্গীর আলম

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) আগামী দুই বছরের জন্য (২০২৩-২০২৪) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। কমিটিতে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শহিদকে সভাপতি ও জাগো নিউজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।


কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাইজিং বিডির নিজস্ব প্রতিবেদক মামুন খান, সাংগঠনিক সম্পদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে সারাবাংলা ডটনেটের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনবাণীর নিজস্ব প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।


এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী ও মানবজমিনের নিজস্ব প্রতিবেদক রাশিম মোল্লাকে মনোনীত করা হয়েছে।


জেবি/এসবি