চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন: অধিকাংশ কেন্দ্রই ভোটারশূন্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সরেজমিনে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্র ভোটারশূন্যই বলা চলে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
সরেজমিনে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যলয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ-বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, কেন্দ্রে ঘুরে দেখা গেছে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ২ থেকে ৩ জন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন।
নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যলয়ের প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান জানান, ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।
রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন বলেন, এখনও আমি কোনো কেন্দ্রে যায়নি। আমি আর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার একটু পরে বের হবে। তার পরে বলতে পারব ভোটারের উপস্থিতি কেমন।