জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
জানুয়ারি মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। একই সময়ে মারা গেছে ৬ জন। এরমধ্যে ঢাকায় ৩ জন ও চট্টগ্রামে মারা গেছেন ৩ জন।
বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।যাদের মধ্যে ঢাকায় ২৭২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১০ জন। এর মধ্যে ঢাকায় ২৪৩ জন ও ঢাকার বাইরে রয়েছে ২৬৭ জন।
জেবি/এসবি