জামানত হারালেন হিরো আলম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩

অল্পের জন্য হেরে গেলেও নিজ এলাকা বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে শুধু হার নয়, জামানতও হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তবে এখানে হিরো আলম একাই জামানত হারাননি। তার সঙ্গে আরও ৭ জন প্রার্থী হারিয়েছেন তাদের জামানত।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের বেশি ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাতিল হয়। সে হিসেবে ওই আসনে হিরো আলমের জামানত রক্ষায় অন্তত ১১ হাজার ৪৬৮ ভোট পাওয়ার প্রয়োজন ছিলো। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৫ হাজার ২৭৪ ভোট।
বগুড়া জেলা সিনিয়র নিবাচন কমকর্তা মাহমুদ হাসান বলেন, নির্বাচনে কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ থেকে একটি হলেও ভোট বেশি পেতে হবে। এর কম ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হবে।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।