সিলেটে উড্ডয়নের সময় বিমানের চাকা পাংচার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩


সিলেটে উড্ডয়নের সময় বিমানের চাকা পাংচার
উড্ডয়নের সময় বিমান

বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য দুপুর ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপরই বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 


শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।


ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট এমনএজি উড্ডয়নের সময়ে বিকট শব্দে বিমানের একটি বোয়িং উড়োজাহাজের চাকা পাংচার হয়েছে।  এসময় পুরো উজোহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। 


এই বিমানের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্চে আনা হয়।’


ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে  ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামত শেষে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হবে। এরপর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হবে।’


তিনি  আরও বলেন, ‘আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।’


আরএক্স/