গাইবান্ধায় মহাৎসবে চলছে বালু উত্তোলন, গ্রামীণ রাস্তা ধ্বংস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাইবান্ধায় মহাৎসবে চলছে বালু উত্তোলন, গ্রামীণ রাস্তা ধ্বংস

গোবিন্দগঞ্জে মহাৎসবে চলছে বালু উত্তোলন ও ব্যবসা, ধ্বংস হচ্ছে এলাকার গ্রামীণ রাস্তা। বালু ব্যবসায়ীদের দাপনের কাছে অসহায় এলাকাবাসী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে কয়েকটি পয়েন্টে চিহ্নিত বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে অত্র এলাকার করতোয়া নদী সহ আবাদী জমি ও পুকুর থেকে শ্যালোমেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন ও বালু ব্যবসা অব্যাহত রেখেছে। 

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া, কোলারপাড়া ও পলুপাড়া ব্রীজের উত্তরপার্শ্বে (বেতারা গুচ্ছগ্রাম সংলগ্ন) বগুলাগাড়ী গ্রামের কালুর ছেলে বালু ব্যবসায়ী মানিক মিয়া, একই গ্রামের তোতা শেখের ছেলে বালু ব্যবসায়ী সাইফুল, বগুলাগাড়ী মিয়াপাড়ার নুরুন্নবীর ছেলে বালু ব্যবসায়ী ওয়ায়েজ কুরুনী ও বাগদা পলুপাড়া গ্রামের বালু ব্যবসায়ী মতি মিয়ার শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন ও ২০/২৫টি ট্রাক্টর দিয়ে বালু বহন করতে দেখা যায়। 

বালু ব্যবসায়ীদের ট্রাক্টর (কাকড়া) ও ট্রলি বেপরোয়াভাবে চলাচলে গ্রামীণ পাকা ও কাচা রাস্তা গুলো ধ্বংসের পথে। দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যানবাহন সহ পথচারীদের। 

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, প্রতি নিয়তই দিন-রাত শত শত ট্রাক্টর ও ট্রলি বেপরোয়াভাবে বালু নিয়ে চলাচল করায় রাস্তাঘাট গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রত্যন্ত পল্লী ও উপজেলার সীমানাবর্তী হওয়ায় বালু ব্যবসায়ীরা নিরাপদ ব্যবসার স্থান মনে করে তারা দাপটের সহিত বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই এলাকাবাসী গ্রামীণ রাস্তা ও আবাদী জমি রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সাথে কথা বললে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জনবাণীকে জানিয়েছেন।

এসএ/