ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ৩ নং ওয়ার্ডের মজিবুর রহমান নোয়াব ওরপে নোয়াব পঞ্চায়েত (৩৫) নামের এক নয়া ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার টাউন হলের দক্ষিণ পাশে সিরাজ মিয়ার বাসার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারী) ইউপি সদস্য মজিবুর রহমান নোয়াব ওরপে নোয়াব পঞ্চায়েতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত মজিবুর রহমান নোয়াব ওরপে নোয়াব পঞ্চায়েত ওই এলাকার মৃত মোতাহার মিয়ার ছেলে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এস আই) রাসেল জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবাসহ উপজেলার টাউন হলের দক্ষিণ পাশে সিরাজ মিয়ার বাসার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানান, ইউপি সদস্যর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

এসএ/