তাহিরপুরে পণ্যের দাম বেশি রাখায় জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৩ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


তাহিরপুরে পণ্যের দাম বেশি রাখায় জরিমানা
তাহিরপুরে পণ্যের দাম বেশি রাখায় জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তা অধিকার আইনে তিন দোকানকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। 


সোমবার (৬ ফেব্রুয়ারি) তাহিরপুর সদর বাজারে এই জরিমানা করা হয়। 


জানা যায়, উপজেলা সদর বাজারে পণ্যের মূল্য তালিকা না থাকায় আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকমকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়। 


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশন ভূমি আসাদুজ্জামান রনি জানান, সকালে বাজারের তিনটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে  সর্তক করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।