বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫২ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল
ফারদিন ও বুশরা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সোমবার (৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন শিকদার রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই প্রতিবেদন দাখিল করেন।


আদালতের রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে।


এর আগে গত বছরের ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নূর উদ্দিন। নিখোঁজের দুই দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।


পরবর্তীকালে ৯ নভেম্বর মধ্যরাতে নিহতের বাবা বাদী হয়ে রামপুরা থানায় একজনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।