ঢাকার সব ফ্লাইওভার থেকে পোস্টার সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৩ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার সব ফ্লাইওভারের দেয়াল থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এসব বন্ধে তদারকি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর সব ফ্লাইওভারের দেয়াল থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।
রিট পিটিশনার হলেন মো. সরওয়ার আহাদ ও অ্যাডভোকেট রিপন বাড়ই।
রিটে স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।